বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Humayun Kabir: 'মেরে পা ভেঙে দেব', দুই বিধায়ককে হুমকি দিয়ে ফের বিতর্কে হুমায়ুন কবীর

Pallabi Ghosh | ৩০ জুলাই ২০২৪ ২২ : ১৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মুর্শিদাবাদ-মালদহ এবং বিহার-ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির দাবির পক্ষে সওয়াল করার জন্য মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)কে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর আজ বলেন, 'মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা এবং ইতিহাস জেনেই বিজেপির বিধায়করা ২০২১ সালে মুর্শিদাবাদ জেলাতে ভোটে লড়াই করেছিলেন। এখন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য শোনার পর দুই বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ মালদহকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন। কিন্তু দুই বিজেপি বিধায়ক ভুলে গেছেন মুর্শিদাবাদ জেলাতে ওরা মাত্র কুড়ি শতাংশ ভোট পেয়েছেন। বাকি আশি শতাংশ ভোট বিরোধী দল পেয়েছে। বিজেপির দুই বিধায়ক মুর্শিদাবাদ জেলার মানুষকে অপমান করছেন। মুর্শিদাবাদ জেলার মানুষ পূর্ব পাকিস্তানের অংশ হতে চাইনি বলেই এই জেলাতে ১৯৪৭ সালের ১৮ই আগস্ট স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। এই জেলার মানুষ চিরকাল সম্প্রীতিতে বসবাস করেন।'

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ঠিক আগে 'এই জেলাতে আমরা ৭০ শতাংশ, ওরা ৩০ শতাংশ। ভাগীরথীর জলে ভাসিয়ে দেব', এমনই এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন।

আজ হুমকির সুরে তৃণমূলের ভরতপুরের বিধায়ক বলেন, 'বিজেপির দুই বিধায়কের জন্য আমি একাই যথেষ্ট। বিজেপির দুই বিধায়ক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বপক্ষে মুর্শিদাবাদ জেলাতে পাঁচ হাজার মানুষকে নিয়ে মিছিল করলে আমি বহরমপুর স্কোয়ার ফিল্ডে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির অনুমোদন নিয়ে ২ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করব। মাত্র কুড়ি শতাংশ ভোটব্যাঙ্ক নিয়ে হুমকি দিলে মেরে দুই বিধায়কের পা ভেঙে দেব। তাঁরা যদি বেশি বাড়াবাড়ি এবং সংযত আচরণ না করেন, তাহলে ইঁদুরকে তাড়া করে যেমন গর্তে ঢোকায় সেভাবে গর্তে ঢুকিয়ে দেব। না পারলে আমার নাম হুমায়ুন কবীর নয়।'

হুমায়ুন কবীরের এই মন্তব্যের পর বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 'এখানে জিহাদিদের শাসন চলছে। তবে ওনার মত অসভ্য কথা বলতে পারব না। ওনার দল এই ধরনের মন্তব্য সমর্থন করে বলেই উনি বারবার একই ধরনের কথা বলার সাহস পান।'

বহরমপুর বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন, 'উনি অসীম ক্ষমতার বলে বলিয়ান। আমাদেরকে উনি প্রাণেও মেরে ফেলতে পারেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার দলেরই এক বিধায়ক অন্য দলের নির্বাচিত বিধায়ককে হুমকি দিচ্ছেন আপনি কি ব্যবস্থা নেবেন? হুমায়ুন কবীরের এই হুমকিতে আমরা বিচলিত নই। আমি একাই চলি। কোনও নিরাপত্তা নিই না। মুর্শিদাবাদ এবং মালদহ জেলাতে অবৈধ অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের যে পরিবর্তন ঘটছে আমার এই বক্তব্য থেকে এক চুলও সরছি না।'




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



07 24